তাপসী রাবেয়া: [২] আগামী ২০২০-২০২১ অর্থবছরে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা বাজেট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার।
[৩] ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এ বাজেট উপস্থাপন করার কথা রয়েছে।
[৪] মহামারির কারণে এবার এডিপি বাস্তবায়ন হবে ৬০ থেকে ৬৫ শতাংশ।
[৫] চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট ছিলো ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই মধ্যে তা সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। আগামী বাজেটে এডিপির আকার ধরা হচ্ছে ২ লাখ ১৩ হাজার কোটি টাকার মতো। চলতি অর্থবছরের চেয়ে তা ১ হাজার কোটি টাকা বেশি।
[৬] অর্থ বিভাগ জানিযেছে, আগামী বাজেটের সবকিছুর সঙ্গেই করোনার প্রভাবকে বিবেচনায় রাখা হবে। অতি জরুরি খাত ছাড়া অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
[৭] পরিকল্পনা মন্ত্রণালয় এরই মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে জানিয়ে দিয়েছে, আগামী বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাত বেশি গুরুত্ব পাবে। এই দুই খাতের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো মাথায় রেখেই প্রকল্প তৈরি করতে হবে।
[৮] বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, মানুষের জীবন, জীবিকা ও পুনর্বাসনকে কেন্দ্র করেই ছয় মাসের করোনা বাজেট করা উচিত।
[৯] চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। অর্থ বিভাগের ধারণা, লক্ষ্যমাত্রার চেয়ে ৫৫ হাজার কোটি টাকা কম আদায় হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব