শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা !

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের চরভদ্রাসনে নাইম খান (২৫) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। আজ শনিবার (১৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত ওই মাদকাসক্ত যুবককে এক বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন।

[৩] দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

[৪] এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের বখাটে নাইম মাঝে মাঝেই ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নেশার টাকার জন্য তার মা-বাবার সঙ্গে জোর-জুলুম, দুর্ব্যবহার ও শারীরিকভাবে অত্যাচার করে আসছিল। গত শুক্রবার নেশার টাকা না পেয়ে উক্ত যুবক ঐদিন তার মা-বাবাকে এলোপাঁথাড়ি লাঠিপেটা করে।

[৬] এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরের দিন শনিবার নাইমের বাবা মো. ইউসুফ খান স্থানীয় প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

[৭] পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার শনিবার দুপুরে বখাটের বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাদকসহ নাইমকে আটকের পর এক বছরের স্বশ্রম কারাদণ্ড দেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়