মাহিন সরকার: [২] বাংলাদেশে ২০২১ সালের সব হোম সিরিজ বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার কারণে দীর্ঘ প্রায় একবছর পর ঘরের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরিজ। আর এই প্রথম হোম সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
[৩] শনিবার ১৬ জানুয়ারি ধানমন্ডিতে উইন্ডিজ সিরিজের পৃষ্ঠপোষকদের এক পরিচিতি পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে সিরিজের নাম ঘোষণা করা হয় বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম উইন্ডিজ ক্রিকেট সিরিজ ২০২১।
[৪] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজাম-উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা।
[৫] যেখানে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, চলতি বছর আয়োজিত সকল হোম সিরিজের নাম বঙ্গবন্ধুর নামে করা হবে।