দিপু তৌহিদুল : রাজধানীর কলাবাগান এলাকায় মাস্টার মাইন্ড স্কুলের ও- লেভেল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ নিয়ে দেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। আজব একটা ব্যাপার মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে কোথাও আলোচিত এই ঘটনার খল নায়ক ধর্ষক ইফতেখার ফারদিন দিহানের পরিবার এবং সামাজিক পরিচয় নিয়ে কোনো কথাবার্তা নেই।
এটা অনুচিত, অবশ্যই ধর্ষকের পারিবারিক ও গোষ্ঠীর সবার পরিচয় গণমাধ্যমে আসা উচিত। এতে করে আমরা ধর্ষক ইফতেখার ফারদিন দিহানের ধর্ষক হয়ে ওঠার পেছনে রয়ে যাওয়া কারণগুলো জানতে পারবো, এটা জানা খুব জরুরি। সামাজিক অবক্ষয় রোধে ধর্ষক দিহানদের পারিবারিক পরিচয়টা জাতির সামনে খোলামেলাভাবে প্রকাশিত হওয়াটা জরুরি। আধুনিকতার রেইস নেবেন আর নিজেদের কু-ক্রিয়ার কর্মটা জাতি জানবে তা তো হওয়া উচিত নয়। ফেসবুক থেকে