শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব ও মানবী ইসমাইল ও শিরিন

স্পোর্টস ডেস্ক: [২] আবারও দেশের দ্রুততম মানব-মানবী হলেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। শিরিন গতবারের চেয়ে কম সময়ে সেরা হলেও নিজের টাইমিংকে ছাড়াতে পারেননি ইসমাইল। প্রথম দিন শেষে পদক তালিকায় সেনা ও নৌবাহিনীর আধিপত্য। নতুন রেকর্ড একটি।

[৩] গত আসরে চট্টগ্রামে ঘাসের মাঠে সেরা হয়েছিলেন ১০ দশমিক চার শূন্য সেকেন্ড সময়ে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে দশমিক এক পাঁচ সেকেন্ড বেশি সময় নিয়ে ধরে রাখলেন দেশসেরার খেতাব।

[৪] দেশের দ্রুততম মানবী আর শিরিন আক্তার, যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ১১ বারের মতো নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা নৌবাহিনীর অ্যাথলেট। ট্র্যাকে সময় নিলেন ১১ দশমিক আট শূন্য সেকেন্ড। রৌপ্যজয়ী সেনাবাহিনীর শরিফা পিছিয়ে দশমিক চার শূন্য সেকেন্ড। নিজের সাথে নেয়া চ্যালেঞ্জে উন্নতির দেখা পেয়েছেন শিরিন। গত আসরে ঘাসের মাঠে সময় নিয়েছিলেন ১২ দশমিক এক শূন্য সেকেন্ড।

[৫] প্রথম দিনের ৭ স্বর্ণের ৩টি করে পেয়েছে সেনা ও নৌবাহিনী। শটপুটে ইমতিয়াজ হোসেনের কল্যাণে একটি ঝুলিতে ভরেছে বাংলাদেশ পুলিশ। জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্ট। - চ্যানেল ২৪/ অ্যাথলেটিক্স ফেডারেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়