শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানব ও মানবী ইসমাইল ও শিরিন

স্পোর্টস ডেস্ক: [২] আবারও দেশের দ্রুততম মানব-মানবী হলেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। শিরিন গতবারের চেয়ে কম সময়ে সেরা হলেও নিজের টাইমিংকে ছাড়াতে পারেননি ইসমাইল। প্রথম দিন শেষে পদক তালিকায় সেনা ও নৌবাহিনীর আধিপত্য। নতুন রেকর্ড একটি।

[৩] গত আসরে চট্টগ্রামে ঘাসের মাঠে সেরা হয়েছিলেন ১০ দশমিক চার শূন্য সেকেন্ড সময়ে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে দশমিক এক পাঁচ সেকেন্ড বেশি সময় নিয়ে ধরে রাখলেন দেশসেরার খেতাব।

[৪] দেশের দ্রুততম মানবী আর শিরিন আক্তার, যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ১১ বারের মতো নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা নৌবাহিনীর অ্যাথলেট। ট্র্যাকে সময় নিলেন ১১ দশমিক আট শূন্য সেকেন্ড। রৌপ্যজয়ী সেনাবাহিনীর শরিফা পিছিয়ে দশমিক চার শূন্য সেকেন্ড। নিজের সাথে নেয়া চ্যালেঞ্জে উন্নতির দেখা পেয়েছেন শিরিন। গত আসরে ঘাসের মাঠে সময় নিয়েছিলেন ১২ দশমিক এক শূন্য সেকেন্ড।

[৫] প্রথম দিনের ৭ স্বর্ণের ৩টি করে পেয়েছে সেনা ও নৌবাহিনী। শটপুটে ইমতিয়াজ হোসেনের কল্যাণে একটি ঝুলিতে ভরেছে বাংলাদেশ পুলিশ। জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্ট। - চ্যানেল ২৪/ অ্যাথলেটিক্স ফেডারেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়