শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই: আনুশকার বাবা

শিমুল মাহমুদ: [২] রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের 'ও' লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ফারদিন ইফতেখার দিহানসহ অভিযুক্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আনুশকা নুর আমিনের বাবা।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, আমি চাইনা আর কোনো বাবা এভাবে তার সন্তা কে হারাক। শুধু আমার মেয়ে নয় আমাদের সমস্ত ছেলে-মেয়েদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিআর্কষণ করছি। মাননীয় প্রধান মন্ত্রী কাছে বিশেষভাবে আবেদন, আপনি বিশেষভাবে ঘটনাটি পর্যবেক্ষন ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন।

[৪] এরআগে দুপরে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে আনুশকার সহপাঠি মাকসুদা আক্তার বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে এজাহারের প্রেক্ষিতে দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় আনতে হবে। তাদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করতে হবে।

[৫] এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-ক. দুর্নীতি ও কালো প্রভাব থেকে মুক্ত দ্রুত বিচারপ্রক্রিয়া, মামলার বিচারকাজ দ্রুত বিচার আইনের আওতায় আনা। খ. সরকারকে অবশ্যই ভিক্টিমের পরিবারকে তদন্ত প্রক্রিয়ায় সব রকম সহায়তা প্রদান করতে হবে। গ. বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানো, আলোকচিত্র প্রকাশ করা এবং কোনো ব্যক্তিকে অপমান বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা। ঘ. সরকার কর্তৃক দেশের পথে-ঘাটে নারীর জন্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণকে ইতিবাচক সম্মতি সম্পর্কে শিক্ষাপ্রদানে নিবেদিত হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়