শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই: আনুশকার বাবা

শিমুল মাহমুদ: [২] রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের 'ও' লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ফারদিন ইফতেখার দিহানসহ অভিযুক্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আনুশকা নুর আমিনের বাবা।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, আমি চাইনা আর কোনো বাবা এভাবে তার সন্তা কে হারাক। শুধু আমার মেয়ে নয় আমাদের সমস্ত ছেলে-মেয়েদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিআর্কষণ করছি। মাননীয় প্রধান মন্ত্রী কাছে বিশেষভাবে আবেদন, আপনি বিশেষভাবে ঘটনাটি পর্যবেক্ষন ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন।

[৪] এরআগে দুপরে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে আনুশকার সহপাঠি মাকসুদা আক্তার বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে এজাহারের প্রেক্ষিতে দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় আনতে হবে। তাদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করতে হবে।

[৫] এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-ক. দুর্নীতি ও কালো প্রভাব থেকে মুক্ত দ্রুত বিচারপ্রক্রিয়া, মামলার বিচারকাজ দ্রুত বিচার আইনের আওতায় আনা। খ. সরকারকে অবশ্যই ভিক্টিমের পরিবারকে তদন্ত প্রক্রিয়ায় সব রকম সহায়তা প্রদান করতে হবে। গ. বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানো, আলোকচিত্র প্রকাশ করা এবং কোনো ব্যক্তিকে অপমান বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদন্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা। ঘ. সরকার কর্তৃক দেশের পথে-ঘাটে নারীর জন্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণকে ইতিবাচক সম্মতি সম্পর্কে শিক্ষাপ্রদানে নিবেদিত হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়