স্পোর্টস ডেস্ক: [২] বৃহস্পতিবার ১৪ জানুয়ারি, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। আর টস জিতে আগে ব্যাট করতে নামলে শুরুতেই ইংলিশ পেসারদের তোপে পরে শ্রীলঙ্কা। আর টানা চার ইনিংসেই শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান কুশাল মেন্ডিস।
[৩] প্রথম ইনিংসে স্টুয়ার্ড ব্রডের বলে ২ বল খেলে কোন রান না করেই ফিরেন মেন্ডিস। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের শেষ তিন ইনিংসও শূন্যের কোটা থেকে বের হতে পারেননি এই ব্যাটসম্যান।
[৪] শ্রীলঙ্কার হয়ে টানা চার ইনিংসে শূন্য রানের তিক্ত স্বাদ পেয়েছেন আর কেবল দুই ক্রিকেটার। ১৯৮৬ থেকে ১৯৮৮ পর্যন্ত চার ইনিংসে শূন্যতে ফিরেছিলেন কিপার-ব্যাটসম্যান গাই ডি আলউইস। পেসার নুয়ান প্রদিপের এই অভিজ্ঞতা হয়েছে দুই দফায়। প্রথমবার ২০১৫ সালে, পরেরটি ২০১৭ সালে।- ক্রিকইনফো