সুনামগঞ্জ প্রতিনিধি : [২] আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী পিয়ারা বেগম কে স্বত:স্ফূর্ত সমর্থন জানিয়েছেন এলাকাবাসী।
[৩] এ উপলক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল। পিয়ারা বেগম ইউনিয়নের কামারভিটা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ এর কন্যা। ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে ডলুরা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ জয়নাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিয়ারা বেগম এর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ডলুরা নিবাসী মোঃ হযরত আলী, মোঃ লাল মিয়া,মোঃ রুপচান মিয়া,আফজাল মিয়া,ফেনিবিল নিবাসী মোঃ হোসেন মিয়া,কাশেম আলী,কামারভিটা নিবাসী মোঃ ছিদ্দিক মিয়া,মোস্তফা মিয়া,ভৈরবহাটি নিবাসী মোঃ চান মিয়া,হজরত আলী,ছানু মিয়া,খাসপাড়া নিবাসী মোঃ আব্দুল মতলিব, মালাইগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা শাহাদত আলী সিকদার, হারুন অর রশীদ,মোঃ আবুল কালাম,মোঃ শাহ আলম, নতুন গুদিগাঁও নিবাসী রুহুল আমিন সরদার,মোঃ জাহাঙ্গীর মিয়া ও মোঃ রবিউল মিয়াসহ এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
[৪] এর আগে গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইউনিয়নের পর্যটন স্পট ডলুরা ৪৮ শহীদের মাজারের পাশর্^বর্তী নতুন গুদিগাঁও গ্রামে বিশিষ্ট মুরুব্বী আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পিয়ারা বেগমকে সমর্থন করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী জসিম কামাল,বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
[৫] সভায় ইউপি সদস্যা পদপ্রার্থী পিয়ারা বেগম বলেন,এই দেশের জন্য আমার পিতা যুদ্ধ করে যেমন অবদান রেখে গেছেন আমিও পিতার মতো আমার এলাকা ও সমাজের উন্নয়নের জন্য অবদান রাখতে চাই। একজন নবাগত প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সকল মা ভাই বোন ও মুরুব্বীয়ানদের সমর্থন চাই।