রাহুল রাজ : [২] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
[৩] আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এই সিরিজে দারুন একটি মাইলফলক-এর সামনে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।
[৪] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে আর মাত্র পাঁচটি উইকেট নিতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজুর রহমান।
[৫] ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মোস্তাফিজুর রহমানের। অভিষেকের পর থেকেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।