শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বের অভিজ্ঞতাকে পুঁজি করে উইন্ডিজদের হারাবো: মিরাজ

রাহুল রাজ : [২] করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের মাটিতে আবারো আন্তর্জাতিক সিরিজে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা। যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্বের অভিজ্ঞতাকে পুঁজি করে আবারো ফর্মে ফিরতে প্রস্তুতির কথা জানিয়েছেন মিরাজ।

[৩] আর এই সিরিজে বাংলাদেশের জন্য বড় সুখবর- নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে নিয়ে সফরকারী দলকে সিরিজ হারাতে চান মিরাজ।

[৪] আজ ১৩ জানুয়ারি, অনুশীলন শেষে গণমাধ্যমকে মিরাজ বলেন, আমার কাছে খুব ভালো লাগছে যে, অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবচেয়ে বড় কথা যে, আমরা একটা সিচুয়েশন পার করছি গত এক বছর এবং আমরা হতাশ ছিলাম সবাই যে, কিভাবে কি করবো না করবো। অনুশীলনও ওরকম ভালোভাবে করতে পারছিলাম না, যতটুকু আমরা চেষ্টা করতেছিলাম।

[৫] মিরাজ আরো যোগ করেন, কিন্তু এক বছর পর খেলা শুরু হচ্ছে, এটা আমাদের প্রত্যেকে অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। সবচেয়ে ভালো কথা আমরা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছি এবং ভালো একটু অনুশীলন সেশন হচ্ছে। চারদিন আমরা ভালো একটু অনুশীলন সেশন পার করেছি।

[৬] অনেকদিন পর সাকিব সহ সকল ক্রিকেটার এক সঙ্গে হওয়াতে সবাই উৎফুল্ল আছে জানিয়ে মিরাজ বলেন, দীর্ঘ সময় পর সাকিব ভাইও দলে ফিরেছেন, হয়তো এক বছর খেলার বাইরে ছিলেন। কিন্তু আমাদের জন্য একটু ভালো দিক ছিলো, যে করোনার মধ্যে খেলা হয়নি। এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো দিক।

[৭] আমি মনে করি, আমাদের দল ভালো একটা অবস্থায় আছে এবং আমরা যে অনুশীলন করছি, অবশ্য আমরা ইনশাআল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়