শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনিয়র স্টাফ নার্সদের দীর্ঘদিনের প্রত্যাশিত বকেয়া বাস্তবায়নের আদেশ প্রকাশ

শাহীন খন্দকার: [২] ১০ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা -১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এটি প্রকাশ করা হয়। প্রাপ্ত বকেয়া সিলেকশন গ্রেডটি ২০১৫ সালের ১২ মে থেকে প্রাপ্য হবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী নার্সদের বহুল প্রতীক্ষিত এ সিলেকশন গ্রেড বাস্তবায়ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[৪] এছাড়া সর্বস্তরের নার্সিং কর্মকর্তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান নার্সিং প্রশাসনকে অভিনন্দন জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে সিনিয়র স্টাফ নার্স পদটি ২য় শ্রেণির পদমর্যাদা প্রাপ্ত হলে জাতীয় বেতন স্কেল-২০১৫ ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নার্সিং কর্মকর্তাগণের সিলেকশন গ্রেড প্রাপ্য হোন।

[৫] ২০২০ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এবং পরিচালক (প্রশাসন, শিক্ষা ও প্রশিক্ষণ) আবদুল হাই পিএএ পদায়ন পাওয়ার পর বকেয়া সিলেকশন গ্রেড নিয়ে কাজ শুরু করেন ও তাদের কাজের ক্ষেত্রে সফলতা আসে।

[৬] একই সালে ডিপিসির মাধ্যমে সকল বকেয়া গ্রেড প্রদানের অনুমতি গৃহীত হয় এবং নতুন বছরের শুরুতেই বকেয়া গ্রেড প্রদানের আদেশ প্রকাশিত হলো।

[৭] এদিকে প্রকাশিত ২৯৯৮ জন ছাড়াও প্রাপ্য অন্যান্য নার্সিং কর্মকর্তাগণ সিলেকশন গ্রেড আদেশ দ্রুতই প্রকাশিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

[৮] অপরদিকে স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ জানান, স্বাস্থ্য সচিব, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ডিজিএনএম’র বর্তমান প্রশাসন ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়