শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১০:২৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএএফ এ্যারোমেডিকেল ইভাকুয়েশন কোর্সের সনদ বিতরণ ও ক্যাজুয়ালটি ইভাকুয়েশন এর মহড়া অনুষ্ঠিত

ইসমাঈল ইমু: [২] বাংলাদেশ বিমান বাহিনীর ১ম এ্যারোমেডিকেল ইভাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ও ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

[৩] বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া পর্যবেক্ষণ করেন এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিমানসেনাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

[৪] প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, আজ থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে এ্যারোমেডিকেল ইভাকুয়েশন টিমের মত একটি প্রশিক্ষিত দলের অন্তর্ভুক্ত হল যা বাংলাদেশ বিমান বাহিনীর চিকিৎসা সেবায় মুমূর্ষু রোগী স্থানান্তরের ক্ষেত্রে দেশে ও প্রয়োজন বোধে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বাংলাদেশ বিমান বাহিনীর ২ জন কর্মকর্তা এবং ১৩ জন বিমানসেনা এ কোর্সের সনদপত্র অর্জন করেন।

[৫] অনুষ্ঠানে এ্যারোমেডিকেল ইন্সটিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন শরমীন শিরীন এই কোসের্র সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন।

[৬] অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান, মহাপরিচালক সামরিক চিকিৎসা মহাপরিদপ্তর এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়