নিজস্ব প্রতিবেদক: [২] তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর করা হয় প্রথম দফার করোনা টেস্ট। মঙ্গলবার ১২ জানুয়ারি সেই টেস্টে সুখবর পেয়েছে সফরকারীরা। প্রথম দফার করোনা টেস্টে ফলাফল নেগেটিভ হয়েছে উইন্ডিজের সকল ক্রিকেটারদের।
[৩] ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার দারিও বার্থলে গণমাধ্যমকে বলেছেন, দলের সবাই সুস্থ আছে। তাদের করোনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে। তাদের দ্বিতীয় টেস্ট হবে বৃহস্পতিবার ১৪ জানুয়ারি । আশা করছি, বৃহস্পতিবার ১৪ জানুয়ারি থেকে আমরা নিজেরা অনুশীলন শুরু করতে পারবো ।
[৪] এদিকে ক্যারিবীয়দের দ্বিতীয় কোভিড পরীক্ষা হওয়ার কথা ছিল মঙ্গলবার ১২ জানুয়ারি । কিন্তু দুই দিন পিছিয়ে সেই পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার ১৪ জানুয়ারি । আর তৃতীয় পরীক্ষা হবে কোয়ারেন্টিনের শেষ দিন।