শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টে খেলতে পারছেন না মঈন

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরই করোনা আঘাত হেনেছে ইংল্যান্ড শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন মঈন আলী। আইসোলেশন পর্ব এখনও সমাপ্ত না হওয়ায় ১৪ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না ইংলিশ অলরাউন্ডারের।

[৩] ৪ জানুয়ারি শ্রীলঙ্কায় যাওয়ার পরই পুরো ইংলিশ দলটিকে করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই পরীক্ষার পর মঈনের করোনা ধরা পড়ে। তার সংস্পর্শে আসায় পেসার ক্রিস ওকসকেও আইসোলেশনে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে নিয়ে করোনা আশঙ্কা নেই। আইসোলেশন পর্ব শেষে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন ইংলিশ পেসার।

[৪] ইংলিশ কোচ ক্রিস সিলভারউড বলেছেন, মঈন খেলতে পারছে না। আইসোলেশনে থাকলেও সে সুস্থ আছে। আমরা তার ফেরার অপেক্ষায় আছি।

[৫] এদিকে ওকস অনুশীলনে যোগ দিয়েছেন মাত্রই। ফলে প্রথম টেস্টেই তিনি ফিরবেন; এমন নিশ্চয়তাও দিতে পারেননি ইংলিশ কোচ। তিনি বলেছেন, প্রথম টেস্টের আগে নিজেকে তৈরি করতে তিনদিন পাবে ওকস। তাই ওর খেলার বিষয়টা এখনই বলা যাচ্ছে না। অনুশীলনে ওর অবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

[৬] মঈন খেলতে না পারায় প্রথম পছন্দের স্পিনার হিসেবে ইংলিশ ক্যাম্পে রয়েছেন অফস্পিনার ডম বেস ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। তবে সিলভার উড বলেছেন, পিচের চাহিদা অনুযায়ী তৃতীয় স্পিনারও তারা রাখতে পারেন। তখন রিজার্ভ বেঞ্চে থাকা অফস্পিনার অমর ভার্ডি, লেগ স্পিনার ম্যাসন ক্রেন ও ম্যাথিউ পার্কিনসন থেকেই সুযোগ পাবেন কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়