শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে সড়ক দূঘর্টনায় অ‌্যাম্বু‌লেন্স চালক নিহত

র‌হিদুল খান : [২] যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে মামুন হোসেন মানিক (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন।

[৩] শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক যশোরের বেসরকারি কুইন্স হসপিটালের অ্যাম্বুলেন্স চালক।

[৪] কুইন্সের ম্যানেজার মিঠু সাহা জানান, আজ দুপুরের পর তাদের হাসপাতালে চিকিৎসা নেয়া এক রোগীকে বেনাপোলে নামাতে যান অ্যাম্বুলেন্স চালক মানিক। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় পৌছুলে বিএসআরএম (ইস্পাত কারখানা) এর একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মানিক মারা যান। এসময় ট্রাকটির চালক রড বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে মানিকের মরদেহ উদ্ধার করে।

[৫] এ বিষয়ে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত মানিকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কিন্তু বিষয়টি হাইওয়ে পুলিশের আওতায় হওয়ায় তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

[৬] যশোর নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক মানিক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া ট্রাকটির মালিক পক্ষ বিএসআরএম’র প্রতিনিধিদের আগামীকাল সকালে আসার কথা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলার প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়