শিরোনাম
◈ রোনালদো পে‌লেন লাল কার্ড, আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে হে‌রে গে‌লো পর্তুগাল, বিশ্বকাপের চূড়ান্ত প‌র্বে ফ্রান্স ◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে সড়ক দূঘর্টনায় অ‌্যাম্বু‌লেন্স চালক নিহত

র‌হিদুল খান : [২] যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে মামুন হোসেন মানিক (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন।

[৩] শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক যশোরের বেসরকারি কুইন্স হসপিটালের অ্যাম্বুলেন্স চালক।

[৪] কুইন্সের ম্যানেজার মিঠু সাহা জানান, আজ দুপুরের পর তাদের হাসপাতালে চিকিৎসা নেয়া এক রোগীকে বেনাপোলে নামাতে যান অ্যাম্বুলেন্স চালক মানিক। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় পৌছুলে বিএসআরএম (ইস্পাত কারখানা) এর একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মানিক মারা যান। এসময় ট্রাকটির চালক রড বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে মানিকের মরদেহ উদ্ধার করে।

[৫] এ বিষয়ে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত মানিকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কিন্তু বিষয়টি হাইওয়ে পুলিশের আওতায় হওয়ায় তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

[৬] যশোর নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক মানিক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া ট্রাকটির মালিক পক্ষ বিএসআরএম’র প্রতিনিধিদের আগামীকাল সকালে আসার কথা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলার প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়