শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে সড়ক দূঘর্টনায় অ‌্যাম্বু‌লেন্স চালক নিহত

র‌হিদুল খান : [২] যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে মামুন হোসেন মানিক (৩৩) নামে এক চালক নিহত হয়েছেন।

[৩] শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক যশোরের বেসরকারি কুইন্স হসপিটালের অ্যাম্বুলেন্স চালক।

[৪] কুইন্সের ম্যানেজার মিঠু সাহা জানান, আজ দুপুরের পর তাদের হাসপাতালে চিকিৎসা নেয়া এক রোগীকে বেনাপোলে নামাতে যান অ্যাম্বুলেন্স চালক মানিক। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় পৌছুলে বিএসআরএম (ইস্পাত কারখানা) এর একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মানিক মারা যান। এসময় ট্রাকটির চালক রড বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে মানিকের মরদেহ উদ্ধার করে।

[৫] এ বিষয়ে যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত মানিকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কিন্তু বিষয়টি হাইওয়ে পুলিশের আওতায় হওয়ায় তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

[৬] যশোর নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘অ্যাম্বুলেন্স চালক মানিক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া ট্রাকটির মালিক পক্ষ বিএসআরএম’র প্রতিনিধিদের আগামীকাল সকালে আসার কথা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলার প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়