শিরোনাম
◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর ◈ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাল এনসিপি ◈ 'ভাবতে পারিনি আমি কখনো নির্বাচন করতে পারবো'

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর সদরের বাহাদুরপুর থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে মামলা, অপহৃত ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: [২] সদর উপজেলার বাহাদুরপুর হাইস্কুলের সামনে থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাবলি ইসলাম রিয়া (১৬) অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়ার ভোল’র ছেলে রহিমসহ অজ্ঞাতনামা ২জন। অপহরণের পর পুলিশ অপহৃতাকে উদ্ধার করে, শনিবার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

[৩] সদর উপজেলার বাহাদুরপুর কর্মকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার মেয়ে মোছাঃ বাবলি ইসলাম রিয়া যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসি ১ম বর্ষে লেখাপড়া করে। রহিম কিছুদিন আগে থেকে রিয়াকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। রিয়া আসামীর প্রস্তাবে রাজী না হওয়ায় রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বুধবার ৬ জানুয়ারী সকাল ১০ টায় রিয়া বাড়ি থেকে বাহাদুরপুর হাইস্কুল মোড়ে রার্ফ কোচিং সেন্টারে কম্পিউটার ক্লাস করার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টায় রিয়া কম্পিউটার ক্লাস শেষে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। বাহাদুরপুর হাইস্কুলের সামনে পৌছুলে সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় আগে থেকে ওৎ পেতে থাকা আসামী রহিম রিয়াকে দেখামাত্র সামনে এসে পথের গতিরোধ করে। রিয়াকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে রহিমের কাছে থাকা ইজিবাইকে উঠিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায়। স্থানীয় লোকজন দেখে ইজিবাইক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ]

[৪] পরে কোতয়ালি থানায় মামলা করলে পুলিশ শুক্রবার ৮ জানুয়ারী রাতে অপহৃতা রিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী রহিম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতার করতে পারেনি। শনিবার ৯ জানুয়ারী দুপুরে অপহৃতা রিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল মালেক ২২ ধারার জবানবন্দি প্রদানের জন্য আদালতে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়