শিরোনাম
◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর সদরের বাহাদুরপুর থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে মামলা, অপহৃত ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: [২] সদর উপজেলার বাহাদুরপুর হাইস্কুলের সামনে থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাবলি ইসলাম রিয়া (১৬) অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়ার ভোল’র ছেলে রহিমসহ অজ্ঞাতনামা ২জন। অপহরণের পর পুলিশ অপহৃতাকে উদ্ধার করে, শনিবার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

[৩] সদর উপজেলার বাহাদুরপুর কর্মকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার মেয়ে মোছাঃ বাবলি ইসলাম রিয়া যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসি ১ম বর্ষে লেখাপড়া করে। রহিম কিছুদিন আগে থেকে রিয়াকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। রিয়া আসামীর প্রস্তাবে রাজী না হওয়ায় রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বুধবার ৬ জানুয়ারী সকাল ১০ টায় রিয়া বাড়ি থেকে বাহাদুরপুর হাইস্কুল মোড়ে রার্ফ কোচিং সেন্টারে কম্পিউটার ক্লাস করার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টায় রিয়া কম্পিউটার ক্লাস শেষে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। বাহাদুরপুর হাইস্কুলের সামনে পৌছুলে সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় আগে থেকে ওৎ পেতে থাকা আসামী রহিম রিয়াকে দেখামাত্র সামনে এসে পথের গতিরোধ করে। রিয়াকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে রহিমের কাছে থাকা ইজিবাইকে উঠিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায়। স্থানীয় লোকজন দেখে ইজিবাইক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ]

[৪] পরে কোতয়ালি থানায় মামলা করলে পুলিশ শুক্রবার ৮ জানুয়ারী রাতে অপহৃতা রিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী রহিম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতার করতে পারেনি। শনিবার ৯ জানুয়ারী দুপুরে অপহৃতা রিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল মালেক ২২ ধারার জবানবন্দি প্রদানের জন্য আদালতে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়