শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর সদরের বাহাদুরপুর থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে মামলা, অপহৃত ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: [২] সদর উপজেলার বাহাদুরপুর হাইস্কুলের সামনে থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাবলি ইসলাম রিয়া (১৬) অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে যশোর সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়ার ভোল’র ছেলে রহিমসহ অজ্ঞাতনামা ২জন। অপহরণের পর পুলিশ অপহৃতাকে উদ্ধার করে, শনিবার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

[৩] সদর উপজেলার বাহাদুরপুর কর্মকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার মেয়ে মোছাঃ বাবলি ইসলাম রিয়া যশোর সরকারি মহিলা কলেজে এইচএসসি ১ম বর্ষে লেখাপড়া করে। রহিম কিছুদিন আগে থেকে রিয়াকে কলেজে যাওয়া আসার পথে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। রিয়া আসামীর প্রস্তাবে রাজী না হওয়ায় রহিম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বুধবার ৬ জানুয়ারী সকাল ১০ টায় রিয়া বাড়ি থেকে বাহাদুরপুর হাইস্কুল মোড়ে রার্ফ কোচিং সেন্টারে কম্পিউটার ক্লাস করার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টায় রিয়া কম্পিউটার ক্লাস শেষে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। বাহাদুরপুর হাইস্কুলের সামনে পৌছুলে সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় আগে থেকে ওৎ পেতে থাকা আসামী রহিম রিয়াকে দেখামাত্র সামনে এসে পথের গতিরোধ করে। রিয়াকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে রহিমের কাছে থাকা ইজিবাইকে উঠিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায়। স্থানীয় লোকজন দেখে ইজিবাইক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ]

[৪] পরে কোতয়ালি থানায় মামলা করলে পুলিশ শুক্রবার ৮ জানুয়ারী রাতে অপহৃতা রিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী রহিম ও তার অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতার করতে পারেনি। শনিবার ৯ জানুয়ারী দুপুরে অপহৃতা রিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল মালেক ২২ ধারার জবানবন্দি প্রদানের জন্য আদালতে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়