স্পোর্টস ডেস্ক: [২] এফ এ কাপে অ্যাস্টন ভিলার একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে লিভারপুলের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে।
[৩] ইংল্যান্ডের ভিলা পার্কে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় হওয়ার কথা এ ম্যাচ। ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার নেবি কেইতাকে ছাড়া নামতে হবে লিভারপুলের। এছাড়াও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আর জো গোমেজকে বসে থাকতে হবে পুরো মৌসুম।
[৪] যদিও পরিসংখ্যানে অনেক এগিয়ে কোচ ইয়র্গেন ক্লপ শীষ্যরা। এফ এ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৭ দেখায় ছয় জয় লিভারপুলের। ৫ বছর আগে ২০১৫ সালে সেমিফাইনালে একবারই লিভারপুলকে হারাতে পেরেছিলো অ্যাস্টন ভিলা। - দ্য সান/ চ্যানেল ২৪