শিরোনাম
◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সের্জিও রামোসকে ধরে রাখতে দুই প্রস্তাব রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : [২] মূল কাজটা রক্ষণভাগে। কাজটা বরাবরই নিষ্ঠার সঙ্গে করে আসছেন সের্জিও রামোস। কিন্তু রিয়াল মাদ্রিদের আক্রমণভাগেও নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। গত মৌসুমে তো দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। দলের অধিনায়কও তিনি। এমন তারকাই কি-না আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন? স্বাভাবিকভাবে তাকে ধরে রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ।

[৩] কিন্তু এখনও রামোসের নতুন কোনো চুক্তির আভাস মিলছে না? যে কারণে রিয়াল সমর্থকরাও বেশ চিন্তিত। তবে আশার খবর রিয়াল অধিনায়ককে ধরে রাখতে দুটি ভিন্ন প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি। স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিঙ্গিতোর সংবাদ এমনই।

[৪] মূলত ক্লাবটির সঙ্গে লম্বা চুক্তি চান রামোস। যে কারণে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্লাবটি। রামোসের চাওয়ার উপর ভিত্তি করেই দুটি ভিন্ন ধরণের প্রস্তাব তৈরি করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। প্রথমটি এক বছর মেয়াদী। সেক্ষেত্রে বর্তমান বেতন-ভাতা অনুযায়ী চুক্তি নবায়ন হবে। দ্বিতীয়টি দুই বছর মেয়াদী। তবে সেক্ষেত্রে ১০ শতাংশ কম বেতনে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।

[৫] এখন দেখার বিষয় কোনটা মেনে নেন রামোস। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আগেই জানা গেছে কোনো সংক্ষিপ্ত চুক্তি করতে রাজি নন রামোস। সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তাবেই রাজি হতে পারেন তিনি। কিন্তু সেখানেই ঝামেলা রয়েছে। কারণ দলের সেরা পারফর্মার হয়েও বেতন বৃদ্ধির পরিবর্তে উল্টো ১০ শতাংশ কম নিতে হবে তাকে।

[৬] অন্যদিকে, রামোসকে পেতে মুখিয়ে আছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইসহ (পিএসজি) বেশ কিছু ক্লাব। পিএসজি তো বড় অঙ্কের বেতন দিয়েই নিতে চাচ্ছে তাকে। - ডেইলি স্টার / মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়