শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, মিললো তরুণীর মৃতদেহ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে সিটি প্লেস ইন্টারন্যাশনাল হোটেলের ২১০ নম্বর কক্ষে ওঠেন তিনি।

মতিঝিল থানার উপপরিদশর্ক দেলোয়ার হোসেন জানান, হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিপার মৃতদেহ পাওয়া যায়। ওই সময় ভেতর থেকে কক্ষের দরজাটি বন্ধ থাকায় তা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে হোটেল কর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজাটি বন্ধ পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলে থাকা তথ্যানুযায়ী রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে নিপা ও এক তরুণ কক্ষটি ভাড়া নেন। এরপর স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি অসুস্থতার কথা বলে হাসপাতালে যান। এরপর দু'দিন ধরে ওই তরুণী একাই হোটেলে অবস্থান করছিলেন। কক্ষ থেকে চিকিৎসা-সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়