শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌরভ অসুস্থ হওয়ার পর ভারতে বন্ধ হলো ফরচুন তেলের বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক: [২] গত শনিবার আর দশটা দিনের মতোই শরীরচর্চা করতে গিয়েছিলেন জিমনেসিয়ামে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যাথা নিয়ে যেতে হয় হাসপাতালে।

[৩] হাসপাতালে যাওয়ার পর জানা যায়, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। শারীরিক অবস্থা বিবেচনা করে সৌরভের হার্টে বসানো হয়েছে রিং। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর অভিনীত ফরচুন রাইস ব্যান্ড ওয়েলের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড়।

[৪] গত বছরের জানুয়ারিতে ভারতের অন্যতম ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ফরচুন রাইস ব্যান্ড অয়েলের ব্যান্ড অ্যাম্বাসেন্ডার নিযুক্ত করা হয় সৌরভকে। তখন থেকেই পণ্যটির একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে কলকাতার দাদাকে।

[৫] গুণগত মানহীন বা অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে হার্টের উপর এর প্রভাব ল²ণীয়। তাই চিকিৎসকরা খাবারে পরিমিত পরিমাণে তেল ব্যবহারের সুপারিশ করে থাকেন। এদিকে, ফরচুন রাইস ব্যান্ড ওয়েলের একটি বিজ্ঞাপনে সৌরভকে বলতে শোনা হয়, বয়স ৪০ বছর হলে কি বেঁচে থাকা ছেড়ে দিবেন? আপনার রেগুলার ওয়েল (তেল) ছাড়ুন। ফরচুন রাইস ব্যান্ড হেলথ ওয়েল, যে শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়, খারাপ কোলেস্টেরল দূর করে। এটি হার্টকে রাখে হেলদি। ফরচুন রাইস ব্যান্ড হেলথ, হেলদি থেকে আরো বেশি হেলদি।

[৬] হার্টকে সুস্থ রাখার প্রচারণা চালানো সেই সৌরভ এখন হৃদরোগে ভুগছেন। এই নিয়ে ভারতের লোকজন সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিদ্রুপ প্রকাশ করে চলেছেন। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ ওই বিজ্ঞাপনের একটি ছবি জুড়ে দিয়ে টুইটারে লিখেছেন, দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সব সময় পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর মঙ্গল করুন।

[৭] এতকিছুর পর ফরচুন রাইস ব্যান্ড ওয়েল সব মাধ্যম থেকে সৌরভ অভিনীত বিজ্ঞাপনগুলো নামিয়ে নিতে বাধ্য হয়। বিজ্ঞাপন সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে মডেল করে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, সেগুলো সব ধরনের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে নতুন একটি বিজ্ঞাপন তৈরি করা হবে।
- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়