শিরোনাম
◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে খেলতে গিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে পার্থক্য তুলে ধরলেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: [২] কলকাতা মোহামেডানের হয়ে ইন্ডিয়ান লিগে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ঢাকা-কলকাতার পার্থক্য তুলে ধরেছেন।

[৪] জামাল বলেন, ‘কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। তবে ঢাকার তুলনায় এখানে ট্র্যাফিক জ্যাম কম। খাবার, সংস্কৃতি, মানুষ, ভাষা সবকিছু প্রায় একই রকম। মনে হয় নিজের বাড়িতেই অবস্থান করছি।

[৪] কলকাতা মোহামেডানের ঐতিহ্য নিয়ে কতটা জানেন এই তারকা মিডফিল্ডার। এমন প্রশ্নের জবাবে জামাল জানান দলটি নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তিনি। তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। যিনি অতীতে ভারতের ঘরোয়া ফুটবলে কাজ করেছেন। মোহামেডান নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন দলটির ইতিহাস কতটা বর্ণিল। স্টুয়ার্ট ওয়াটকিস আমাকে বলেছেন ভারতের অন্যতম বড় দল এটি।

[৫] কলকাতা মোহামেডান শিরোপার জন্য লড়বে উল্লেখ করে জামাল বলেন, সবাই প্রত্যাশা করছে চ্যাম্পিয়ন হবো, আমারও প্রত্যাশা এমনটাই। ভারতীয় দলটিতে খেলতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এই তারকা। তার ভাষায়, কলকাতা মোহামেডান আমাকে নিয়ে যে কোনও ভুল করেনি, সেটার প্রমাণ আই লিগে মাঠে নেমেই দিবো।

[৬] আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে আই লিগ। সাদাকালো শিবিরের প্রথম প্রতিপক্ষ সুদেবা মুনলাইট। যদি কোনও চাপ না থাকে, তাহলে তো উপভোগের কিছু থাকে না উল্লেখ করে জামাল বলেন, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। - জি নিউজ / আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়