শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে খেলতে গিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে পার্থক্য তুলে ধরলেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: [২] কলকাতা মোহামেডানের হয়ে ইন্ডিয়ান লিগে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ঢাকা-কলকাতার পার্থক্য তুলে ধরেছেন।

[৪] জামাল বলেন, ‘কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। তবে ঢাকার তুলনায় এখানে ট্র্যাফিক জ্যাম কম। খাবার, সংস্কৃতি, মানুষ, ভাষা সবকিছু প্রায় একই রকম। মনে হয় নিজের বাড়িতেই অবস্থান করছি।

[৪] কলকাতা মোহামেডানের ঐতিহ্য নিয়ে কতটা জানেন এই তারকা মিডফিল্ডার। এমন প্রশ্নের জবাবে জামাল জানান দলটি নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তিনি। তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। যিনি অতীতে ভারতের ঘরোয়া ফুটবলে কাজ করেছেন। মোহামেডান নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন দলটির ইতিহাস কতটা বর্ণিল। স্টুয়ার্ট ওয়াটকিস আমাকে বলেছেন ভারতের অন্যতম বড় দল এটি।

[৫] কলকাতা মোহামেডান শিরোপার জন্য লড়বে উল্লেখ করে জামাল বলেন, সবাই প্রত্যাশা করছে চ্যাম্পিয়ন হবো, আমারও প্রত্যাশা এমনটাই। ভারতীয় দলটিতে খেলতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এই তারকা। তার ভাষায়, কলকাতা মোহামেডান আমাকে নিয়ে যে কোনও ভুল করেনি, সেটার প্রমাণ আই লিগে মাঠে নেমেই দিবো।

[৬] আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে আই লিগ। সাদাকালো শিবিরের প্রথম প্রতিপক্ষ সুদেবা মুনলাইট। যদি কোনও চাপ না থাকে, তাহলে তো উপভোগের কিছু থাকে না উল্লেখ করে জামাল বলেন, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। - জি নিউজ / আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়