সমীরণ রায়: [২] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফরিদপুর চিনিকল পরিবার আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল চালু, চিনিকলে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং আখ চাষিদের পাওনা পরিশোধের দাবি করছি।
[৩] চিনিকল পরিবারের সন্তান কেয়া ইসলাম বলেন, এখানে আমাদের আবেগ আছে, অনুভূতি আছে। চিনিকলে কতো মধুর সময় কাটিয়েছি। আমার সন্তানদের নিয়ে দেশের ঐতিহ্য চিনিকল দেখাতে পারছি না। চিনিকল পরিবারের সন্তনরা মানববন্ধন থেকে অনুরোধ করবো, আসুন সবাই মিলে চিনিকলকে বাঁচাই, আখচাষিদের বাঁচাই। আশা করি, প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী দেশের ভারী শিল্প দেশি চিনিকলগুলোকে আধুনিকায়ন করে রক্ষা করবেন।
[৪] এতে আরও বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমিক পরিবারের সন্তান ড. রাসেল আহমেদ, লিখন, হিরণ মিয়াসহ চিনিকলে চাকুরিরত শ্রমিক-কর্মচারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।