এএইচ রাফি: [২] শুক্রবার (১ জানুয়ারি) সকালে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।নিহত নাজমা বেগম (৪৭) ওই এলাকার কালাম মৃধার স্ত্রী। এই ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ শোকে পরিণত হয়। শুক্রবার বাদ জুম্মা জানাযা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
[৩] পারিবারিক সূত্রে জানা যায়, শিমরাইলকান্দি এলাকার কালাম মৃধার তিন কন্যা ও একমাত্র ছেলে রয়েছে। শুক্রবার মাহবুব রণির বিয়ের দিন ধার্য ছিল। বৃহস্পতিবার রাতে ছিল গায়ে হলুদ। বাড়িতে ছিল আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ছিল উৎসবের আমেজ।
[৪] দুপুরে জেলা শহরের কাউতুলীতে বিয়ে বড় যাত্রা যাওয়া কথা ছিল। এরই মাঝে সকালে বর মাহবুব রনির মা নাজমা বেগম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৫] তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জুম্মার নামাজের পর জানাযা শেষে নাজমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ