শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্য কোথায় জানালেন এইবার কোচ

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনার ঘরের মাঠে এসে আগের দিন একটি পয়েন্ট নিয়ে গেছে এইবার। অথচ সপ্তাহ দুই আগে এই দলটিই নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে বড় হার মেনেছে। লা লিগার সেরা দুই দলের বিপক্ষে খেলায় দলদুটি সম্পর্কে ভালো অভিজ্ঞতা হয়েছে এইবার কোচ হোসে লুইস মেন্দিলিবার।

আর কি সেই পার্থক্য?

[৩] মেন্দিলিবারের সোজাসাপ্টা উত্তর, '(রিয়াল) মাদ্রিদ এবং বার্সার মধ্যকার পার্থক্য হচ্ছে মাদ্রিদ যখন বল আদান প্রদান করে সেটা তারা বার্সার অনেক বেশি গতিতে করে। মেন্দিলিবার যথার্থই বলেছেন। জাভি-ইনিয়েস্তা যাওয়ার পর বার্সেলোনার সেই গতিময় তিকি-তাকা আর নেই। নিজেদের মধ্যে বল আদান প্রদান করতে বেশ সময় নিচ্ছেন তারা। মূলত ম্যাচের গতি থামিয়ে নিজেদের মধ্যে অহেতুক অনেক পাসই আদান-প্রদান করার অভিযোগ করেছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা।

[৪] তবে আগের দিন দুর্ভাগ্যও সঙ্গী ছিল বার্সেলোনার। নিজেদের ভুলে গোল খেয়েছে দলটি। একমাত্র সেটাই গোল করার মতো সুযোগ ছিল এইবারের। অন্যদিকে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। মেন্দিলিবারের ভাষায়, আমার মনে হয় আমাদের সঙ্গে ভাগ্যও ছিল। পেনাল্টি মিস, একটি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে দেওয়া। তবে আমার খেলোয়াড়রা অনেক দৌড়েছে এবং তারা খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আমরা জানতাম প্রতিপক্ষ শক্তিশালী। তবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না।

[৫] ন্যু ক্যাম্পে বার্সা অধিনায়ক লিওনেল মেসির অভাবও দেখা দিয়েছে স্পষ্ট। প্রতিপক্ষ কোচও বললেন এমনটাই, তারা বিশ্বের সেরা খেলোয়াড়টা মিস করেছে, মেসিকে মিস করেছে। প্রতিবার যখন এখানে আসি সে একাধিক গোল দিয়ে দিত। আজ সেই প্রতিপক্ষ ছিল না। - ডেইলি স্টার / দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়