শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাকাশে বর্জ্য কমাতে কাঠের উপগ্রহ বানাচ্ছে জাপান

আসিফুজ্জামান পৃথিল: [২] একটি জাপানি কোম্পানি ও কিয়েটো বিশ্ববিদ্যালয়ের তৈরি এই স্যাটেলাইটটি ২০২৩ সালের মধ্যে তৈরি হয়ে যাবে। সুমিতোমো ফরেস্ট্রি বলেছে তারা এই ব্যাপারে বিস্তারিত গবেষণা করছেন। পৃথিবীর কঠিনতম পরিবেশে বিভিন্ন ধরনের কাঠ দিয়ে এই গবেষণা চালানো হবে। বিবিসি

[৩] পৃথিবীর কক্ষপথের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিত্যক্ত বর্জ্য। সামনের দিনগুলোতে আরও স্যাটেলাইট উৎক্ষেপনের সম্ভাবনা এই ব্যাপারে আরও শঙ্কা তৈরি করেছে। স্যাটেলাইট কাঠের তৈরি হলে তা পৃথিবীর কক্ষপথে ফেরত আনলে কোনও ক্ষতিকর পদার্থ তৈরি ছাড়াই ছাইয়ে পরিণত হবে। জাপান টাইমস

[৪] কিয়েটো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও জাপানি মহাকাশচারী টাকাও দই বলেন, ‘আপমরা অবহত আছি, মহাকাশের কোনও স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ছোটছোট ক্ষুদ্রাংশ তৈরি হয় এবং দীর্ঘদিন ভাসতে থাকে। এটা শেষ পর্যন্ত পৃথিবীর পরিবেশের ব্যাপক ক্ষতি করে। এ কারণেই আমরা কাঠ ব্যবহারের কথা ভাবছি। নিকি

[৫] দই ২০০৮ সালে ইন্টারন্যঅশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন। তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মহাশূন্যে একটি বুমেরাং নিক্ষেপ করেন। এই বুমেরাং মাইক্রোগ্র্যাভেটি পরীক্ষায় ব্যবহার হচ্ছে। সুমিতোমো ফরেস্ট্রির এক কর্মকর্তা জানিয়েছেন, কোন কাঠ দিয়ে স্যাটেলাইটটি তৈরি হচ্ছে তা গোপন রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়