তালুকদার বড়ুয়া: [২] চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় নৌকা প্রতীকে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বিজয়ী। ২৮শে ডিসেম্বর সোমবার এই প্রথম ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত পদে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম নৌকা প্রতীক নিয়ে ১০,৭৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
[৩] অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর ধানের শীষ প্রতীকে ৩০৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সীতাকুণ্ড পৌর সভার মোট ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিভিন্ন প্রতিকূল অবস্থায় মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট সম্পন্ন করা হয়। সম্পাদনা: সাদেক আলী