আকাশ আহম্মেদ: [২] উপজেলায় পারভেজ হাওলাদার (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামে। সে একই গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে।
[৩] পুলিশ ও এলাকাবাসি জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত পারভেজের সাথে এলাকার রিয়াদসহ কয়েকজন মাদকাশক্ত যুবকের দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে পারভেজ কবিরাজপুর বাজারে গেলে রিয়াদ সহ কয়েক যুবক গলায় গামছা পেচিয়ে বাজারের অদুরের পানের বরজের কাছে নিয়ে মারধোর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এক শালিস মিমাংসার কথা ছিলো। কিন্তু শুক্রবার ভোরেরাতে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
[৪] উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানান, তাকে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় দেখে আমি পুলিশকে অবহিত করি।
[৫] নিহতের পিতা সরোয়ার বলেন, দুস্কৃতিকারীরা আমার ছেলেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের দুয়ারে রেখে গেছে। আমি মামলা করবো।
[৬] ওসি মো. শেখ সাদিক জানান, সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লাশের বা হাতে ব্লেডের অসংখ্য আচঁর ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী