জেরিন আহমেদ: [২] জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে অক্সফোর্ডের টিকা চলে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অন্য কারও কাছ থেকে সম্ভব হলে টিকা আনা হবে বলেও জানান তিনি।
[৪] সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, মোট সাড়ে চার কোটি মানুষের জন্য নয় কোটি ভ্যাকসিন আসবে। পর্যায়ক্রমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। বরাবরের মতো স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং শিশুরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান। সময় টিভি
[৫] এছাড়াও করোনার সংক্রমণরোধে নেয়া পদক্ষেপ ও পরিকল্পনা মন্ত্রিসভাকে অবহিত করেছে স্থানীয় সরকার বিভাগ।
[৬] সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে নিরাপদ ও পুষ্টিমান ফসলের টেকসই উৎপাদন, পরিবেশ ও স্বাস্থ্য সহনীয় রাসায়নিক ব্যবহার এবং খাদ্য শৃঙ্খল নিশ্চিতের বিধান রেখে বাংলাদেশ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস নীতিমালা ২০২০ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
[৭] কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি প্রদেয় ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ডিবিসি টিভি