শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিযুক্তরা মুক্তি পেতেই ড্রাগ-তদন্তে সাহসিকতা মেডেল ফিরিয়ে দিলেন ভারতীয় নারী পুলিশ অফিসার

রাশিদুল ইসলাম : [১] ইম্ফলের মুখ্যমন্ত্রীর এন বীরেন সিংকে দেয়া চিঠিতে মণিপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার থৌনাওজাম বৃন্দা লিখেছেন যে পুরস্কার তিনি পেয়েছেন তিনি তার যোগ্য নন মনে করছেন নিজেকে। এই চিঠির সঙ্গে তিনি মেডেলটিও ফিরিয়ে দেন। ওয়াল

[৩] একটি ড্রাগ পাচার চক্রের তদন্তে নেমে হাতেনাতে অপরাধীদের ধরেছিলেন ওই অফিসার। বিজেপির প্রাক্তন এডিসি চেয়ারম্যান-সহ মোট সাত জন যুক্ত ছিলেন এই ঘটনায়। এই হেভিওয়েট অপরাধের তদন্তে সফল হতেই সকলে প্রশংসায় ভরিয়ে দেন তরুণী পুলিশ অফিসার থৌনাওজাম বৃন্দাকে। এর পরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে পুরস্কৃত করা হয় তাকে।

[৪] দুই বছর আগের এই সাফল্য কাঁটার মতো বিঁধে আছে তার। এর কারণ হল, অপরাধীরা ধরা পড়লেও, তিনি নিজে সন্তুষ্ট হতে পারেননি এই তদন্তে। আর এই অসন্তুষ্টির কারণ হল, তিনি চার্জশিট জমা দেওয়ার পরেও পরবর্তী কালে আদালতে খালাস পেয়ে যায় তারা।

[৫] থৌনাওজাম লেখেন, ‘সরকারের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি, আদালতের সিদ্ধান্তকেও সম্মান করে বলছি, ড্রাগ মামলায় অভিযুক্ত বিজেপির প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জোউ ও তার ৬ সঙ্গীর মুক্তি পাওয়ার ঘটনায় আমার নিজেকে অনুপযুক্ত মনে হচ্ছে। যদিও আমি ঘটনার সময়ে বিপুল পরিমাণ ড্রাগ বাজেয়াপ্ত করেছিলাম, তবু আদালতে আমার তরফে প্রমাণের ঘাটতি থেকে গিয়েছিল।’

[৬] এর পর তিনি লেখেন, ‘আমার নীতিগত ভাবে নিজেকে ক্ষুণ্ণ মনে হচ্ছে। আমার কর্তব্য পালনে হয়তো ত্রুটি ছিল। ওই সাত জনের মুক্তির পরে আমি নিজেকে সাহসিকতা পুরস্কারের যোগ্য বলে মনে করছি না। তাই মেডেল ফিরিয়ে দিচ্ছি। এটি যোগ্যতর কোনও অফিসারের প্রাপ্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়