শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃথা গেলো হাফিজ ঝড়, এক ম্যাচ আগেই সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মুখে ৫৭ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ। আর তাতে ভর করেই ১৬২ রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ফর্মের তুঙ্গে থাকা টিম সেইফার্ট এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের হাফ সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।

[৩] এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। সিরিজ জয়ের দিনে সেইফার্ট অপরাজিত ছিলেন ৬৩ বলে ৮৪ রান করে আর সদ্যই বাবা হওয়া উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৪২ বলে ৫৭ রান করে।

[৪] ১৬৩ রানে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ওপেনার মার্টিন গাপটিল এবং সেইফার্ট। তবে সেই জুটি খুব বেশি দীর্ঘ হতে দেননি ফাহিম আশরাফ। ১১ বলে ২১ রান করা গাপটিলকে ফেরান ডানহাতি এই পেসার।

[৫] গাপটিলের বিদায়ের পর অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে জয় নিশ্চিত করেন সেইফার্ট। এ দুজনের ১২৯ রানে অবিচ্ছিন্ন জুটিতে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউইরা। ৮৪ রানে অপরাজিত সেইফার্টকে সঙ্গে দেয়া উইলিয়ামসনও তুলে নিয়েছেন ফিফটি। তাতে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

[৬] এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টিম সাউদির পেস তাণ্ডবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। যেখানে একে একে বিদায় নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, আবদুল্লাহ শফিক এবং অধিনায়ক শাদাব খান।

[৭] এরপর দলের বিপর্যয় সামাল দেন হাফিজ। ডানহাতি এই ব্যাটসম্যান এক প্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি খুশদিল শাহ, ফাহিম এবং ইমাদ ওয়াসিমরা। শেষ পর্যন্ত ৫৭ বলে অপরাজিত ৯৯ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। কিউইদের হয়ে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন সাউদি।

[৮] সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান - ১৬৩/৬ (ওভার ২০) (মোহাম্মদ হাফিজ ৯৯*, মোহাম্মদ রিজওয়ান ২২, টিম সাউদি ৪/২১)
নিউজিল্যান্ড - ১৬৪/১ (ওভার ১৯.২) (টিম সেইফার্ট ৮৪*, কেন উইলিয়ামসন ৫৭*, ফাহিম আশরাফ ১/১৯)

  • সর্বশেষ
  • জনপ্রিয়