স্বপন দেব : [২] উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
[৩] দলের তৃণমুল নেতা সিপার উদ্দিন নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ায় কুলাউড়া পৌর এলাকায় আওয়ামীলীগের দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল করে উল্লাস করেছেন।
[৪] আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের শুক্রবার এক সভায় কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তাকে।
[৫] দলীয় মনোনয়ন পেয়ে সিপার উদ্দিন আহমদ বলেন, কুলাউড়া পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমে আল¬াহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের প্রতি। তিনি বলেন, কুলাউড়া পৌরবাসী যদি আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তবে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরশহর উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
[৬] নির্বাচনী তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ৩০ ডিসেম্বর।