আবদুল হাকিম : [২] ধারণা করা হচ্ছে এক মাস সমুদ্রে অতিবাহিত করার পর জাহাজটি ল্যাটিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিলো। জাহাজটিতে ৬৪৯ কেজি কোকেন মজুদ ছিলো। যার আনুমানিক মূল্য ৮০ মিলিয়ন ডলার। বিবিসি
[৩] পুলিশ জানায়, বুধবার মাদকগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সেখান থেকে ২ প্যাকেট কোকেন পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে ।
[৪] এইলুক এ্যাটলের বাসিন্দারা ৫.৫ মিটার লম্বা এই জাহাজের সন্ধান পান। তারা জাহাজটি সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক ভারী হওয়ায় তা সম্ভব হয়নি।
[৫] পরবর্তীতে অনুসন্ধান করে জাহাজটির ভিতরের একটি গোপন কামরা থেকে ড্রাগ উদ্ধার করা হয়।
[৬] মার্শাল দীপপুঞ্জের এ্যাটর্নি জেনারেল বলেন, ‘ধারনা করা হচ্ছে জাহাজটি দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। তবে এই ঘটনা নতুন কিছু নয়। প্রায় এখানে এমন ঘটনা ঘটে।’