শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীর শরীরে তীব্র অ্যালার্জি, সতর্কতা জারি

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের আলাস্কার ওই মধ্যবয়সী স্বাস্থ্যকর্মী ফাইজারের টিকা গ্রহণের পরপরই তার পুরো শরীরে অ্যানাফিল্যাক্সিস বা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর পূর্বে কোনো অ্যালার্জির ইতিহাস ছিলো না। এছাড়া টিকা নেয়া আরো কয়েকজনের মধ্যে অ্যালার্জির সামান্য কছু প্রভাব দেখা গিয়েছে। সিএনএন/রয়টার্স

[৩] মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা জানিয়েছে, ওই নারীকে জুনোর বারলেট রিজিওনাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সংকটমুক্ত। তবে কি কারণে তার শরীরে এমন জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য টিকা গ্রহীতাদের মধ্যে কোনো জটিলতা দেখা যায় নি বলে জানিয়েছে এফডিএ। তবে সংস্থাটি পূর্বে অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের টিকা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ফাইজার বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

[৪] এর আগে ব্রিটেনের কয়েক স্বাস্থ্যকর্মীর শরীরে ফাইজারের টিকা নেয়ার পর অ্যানাফিল্যাক্সিস বা তীব্র অ্যালার্জি দেখা দেয়। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও যাদের কোনও ওষুধ বা খাবারে গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের টিকা গ্রহণ করতে নিষেধ করেছে।

[৫] টিকা বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের টিকায় পলিইথিলিন গ্লাইকল নামে একটি উপাদান আছে যার ফলে এই অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়