শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীর শরীরে তীব্র অ্যালার্জি, সতর্কতা জারি

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের আলাস্কার ওই মধ্যবয়সী স্বাস্থ্যকর্মী ফাইজারের টিকা গ্রহণের পরপরই তার পুরো শরীরে অ্যানাফিল্যাক্সিস বা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর পূর্বে কোনো অ্যালার্জির ইতিহাস ছিলো না। এছাড়া টিকা নেয়া আরো কয়েকজনের মধ্যে অ্যালার্জির সামান্য কছু প্রভাব দেখা গিয়েছে। সিএনএন/রয়টার্স

[৩] মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা জানিয়েছে, ওই নারীকে জুনোর বারলেট রিজিওনাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সংকটমুক্ত। তবে কি কারণে তার শরীরে এমন জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য টিকা গ্রহীতাদের মধ্যে কোনো জটিলতা দেখা যায় নি বলে জানিয়েছে এফডিএ। তবে সংস্থাটি পূর্বে অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের টিকা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ফাইজার বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

[৪] এর আগে ব্রিটেনের কয়েক স্বাস্থ্যকর্মীর শরীরে ফাইজারের টিকা নেয়ার পর অ্যানাফিল্যাক্সিস বা তীব্র অ্যালার্জি দেখা দেয়। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও যাদের কোনও ওষুধ বা খাবারে গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের টিকা গ্রহণ করতে নিষেধ করেছে।

[৫] টিকা বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের টিকায় পলিইথিলিন গ্লাইকল নামে একটি উপাদান আছে যার ফলে এই অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়