শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীর শরীরে তীব্র অ্যালার্জি, সতর্কতা জারি

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের আলাস্কার ওই মধ্যবয়সী স্বাস্থ্যকর্মী ফাইজারের টিকা গ্রহণের পরপরই তার পুরো শরীরে অ্যানাফিল্যাক্সিস বা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর পূর্বে কোনো অ্যালার্জির ইতিহাস ছিলো না। এছাড়া টিকা নেয়া আরো কয়েকজনের মধ্যে অ্যালার্জির সামান্য কছু প্রভাব দেখা গিয়েছে। সিএনএন/রয়টার্স

[৩] মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা জানিয়েছে, ওই নারীকে জুনোর বারলেট রিজিওনাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সংকটমুক্ত। তবে কি কারণে তার শরীরে এমন জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য টিকা গ্রহীতাদের মধ্যে কোনো জটিলতা দেখা যায় নি বলে জানিয়েছে এফডিএ। তবে সংস্থাটি পূর্বে অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের টিকা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ফাইজার বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

[৪] এর আগে ব্রিটেনের কয়েক স্বাস্থ্যকর্মীর শরীরে ফাইজারের টিকা নেয়ার পর অ্যানাফিল্যাক্সিস বা তীব্র অ্যালার্জি দেখা দেয়। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও যাদের কোনও ওষুধ বা খাবারে গুরুতর অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের টিকা গ্রহণ করতে নিষেধ করেছে।

[৫] টিকা বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের টিকায় পলিইথিলিন গ্লাইকল নামে একটি উপাদান আছে যার ফলে এই অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়