আব্দুল্লাহ যুবায়ের: [২] শিশু যৌনতা এবং ধর্ষণ ঠেকাতে পর্নহাব ব্যবহারকারীদের আপলোড করা সব ভিডিও তাদের সাইট থেকে মুছে দিয়েছে। তাদের এ উদ্যোগের মাধ্যমে এ ক্ষেত্রে কিছুটা হলেও সফলতা আসবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বিবিসি
[৩] পর্নহাব এমন একটি সাইট যেখানে পর্ন ভিডিও আপলোড করে আয় করে থাকে বিশ্বের নানান প্রান্তের মানুষ। ঘরে বসে অল্প পরিশ্রমে কিভাবে বেশি আয় করা যায়, এমন আশায় অসংখ্য ব্যবহারকারী অনুমতি ছাড়া অন্যের ভিডিও, ধর্ষণের ও শিশু যৌনতার ভিডিও প্রতিনিয়ত আপলোড করছিলো সাইটটিতে। এতে করে নানান প্রশ্নের ও আইনি বাধার সম্মুখীন হয় পর্নহাব।
[৪] সাইটটির পক্ষ থেকে বলা হয়, আমাদের সাইট শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য। এখন থেকে এখানে প্রাপ্ত বয়স্করা বৈধ ভিডিও আপলোড করতে পারবে। তবে ভিডিও আপলোড করার পরে অ্যাডমিন প্যানেল তা ভালোভাবে চেক করার পরেই কেবল এপ্রুভ করা হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল