শিরোনাম
◈ প্লে-অফে জয় পে‌লো ইন্টার মায়ামি, মে‌সির জোড়া গোল ◈ চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (অডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশকে আমন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ফেসবুকের জনপ্রিয় ব্যঙ্গাত্মক পাতা ‘সুইজারল্যান্ড প্রবাসী’র নেপথ্যে আসলে কারা? ◈ ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও) ◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো ◈ সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক কর্মীর দায়েরকৃত লিঙ্গ বৈষম্যের মামলায় সমঝোতায় আসতে ২ কোটি ডলারের বেশি অর্থ দেবে পিন্টারেস্ট

লিহান লিমা: [২] মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি ও ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্টের সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ফ্রাঙ্কোইসি ব্রোগার তার দায়ের করা মামলায় বলেন, বেতনের ক্ষেত্রে নারী কর্মীদের অন্যায্যভাবে মূল্যায়ন করা এবং এক কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানানোয় তাকে পদচ্যুত করা হয়েছিলো। নিউইয়র্ক টাইমস

[৩] ফ্রাঙ্কোইসি ২০১৮ সালের মার্চ থেকে পিন্টারিস্টের প্রায় ১ হাজার কর্মীর টিমের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তাকে পদচ্যুত করা হয়। আগস্টে তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনী ব্যবস্থায় যান।

[৪]সোমবার প্রিন্টারেস্ট লিঙ্গ বৈষম্যের এই মামলা নিয়ে ফ্রাঙ্কোইসির সঙ্গে ২ কোটি ২৫ লাখ ডলারের সমঝোতায় আসে। চুক্তির আওতায় পিন্টারেস্ট প্রাতিষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করবে না। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, সুবিধাবঞ্চিত সংখ্যালঘু নারীদের শিক্ষা, প্রযুক্তি, অধিকারের জন্য তারা সমঝোতার অর্থ থেকে ২৫ লাখ ডলার চ্যারিটি সংস্থার মাধ্যমে অনুদান দেবেন।’

[৪]ফ্রাঙ্কোইসি বলেছেন, ‘পিন্টারিস্ট যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তাতে আমি খুশি। আশা করছি এটি তাদের প্রতিষ্ঠানে নারীর জন্য উপযোগী পরিবেশ তৈরি করার প্রাথমিক পদক্ষেপ।’ কোম্পানির মুখপাত্র বলেছেন, ‘ প্রত্যেক কর্মী যেনো প্রয়োজনীয় সমর্থন পান তা নিশ্চিতে পিন্টারিস্ট কাজ করছে।’

[৫]পিন্টারিস্টের এই চুক্তি সিলিকন ভ্যালির টেক কোম্পানিগুলোর এই ধরণের মামলা সামলানোর ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে টেক কোম্পানিগুলো হয় পাল্টা লড়াই করতো নয়তো গোপনে সমঝোতায় আসতো। ফ্রাঙ্কোইসির আইনজীবী বলেন, পিন্টারিস্টের প্রকাশ্য ঘোষণা ও সমঝোতার অর্থের পরিমাণের কারণে এই মামলা খুবই গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়