ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শ্রমিক-কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাঁদের সুযোগ-সুবিধার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ভার্সাই চুক্তি অনুযায়ী, ১৯১৯ সালের এপ্রিলে আন্তর্জাতিক শ্রম সংস্থার যাত্রা শুরু হয় ।
১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএলওর সদর দপ্তর অবস্থিত। বিশ্বে ৪০টির বেশি দেশে আঞ্চলিক দপ্তর (ফিল্ড অফিস) রয়েছে। সেই আইএলও বাংলাদেশে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংস্থাটি ৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে।