শিরোনাম
◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ  

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোরাচালান রুখতে যৌথভাবে কাজ করবে বিজিবি-বিএসএফ

ইসমাঈল ইমু: [২] টানা তিনদিন বৈঠকের পর শনিবার কলকাতার পাঁচতারা একটি হোটেলে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যতম প্রধানরা জানান, মাদক ব্যবসা বন্ধ করতে দু’দেশ একসঙ্গে উদ্যোগ নেবে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গের আই জি অশ্বিনী কুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশের যশোরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান জাকির হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন।

[৩] মূলত বাংলাদেশ-ভারতের মধ্যে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং গাঁজা কোকেনের চোরাচালান হয়।

[৪] বিএসএফ জানায়, ২০১৯ সালে তারা ৫৩ হাজার ৫৬১টি ইয়াবা ট্যাবলেট, এক লাখ ৯০ হাজার ৯৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। অন্য মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সাড়ে ৩ কেজি। ২০২০ সালে এখন পর্যন্ত তারা উদ্ধার করেছে ৩৭ হাজার ৭৩০ ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ১৬ হাজার ৮৭৪টি ফেন্সিডিলের বোতল ও ৭০০ কেজি ৯৮২ গ্রাম অন্য মাদক।

[৫] বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান জানান, মূলত মুক্ত সীমান্ত দিয়েই বেশি চোরাচালান হচ্ছে। দু’দেশই যে সীমান্তে চোরাচালান রুখতে যৌথভাবে কাজ করবে তা জানিয়ে দেয়া হয় সম্মেলনে। বিএসএফ-এর এক অফিসারের গরু পাচারচক্রে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গটি উঠলে সম্মেলনে উপস্থিত বিএসএফ কর্তা বিষয়টি এড়িয়ে যান।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়