শিরোনাম

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার সাত বছরের মেয়ে তুলে নিলো ৮০ কেজি ওজন

এল আর বাদল : [২] সাত বছরের মেয়ে। কী এমন করতে পারে। এখন তো তার খেলার বয়স। কিন্তু এত কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। সাত বছরের মেয়ে ৮০ কেজি ওজন তুলে নিয়েছে। রোরি বেন উলফ। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেসন। তার এমন কীর্তি দেখে লোকজন অবাক হচ্ছেন।

[৩] মাত্র পাঁচ বছর বয়স থেকে রোরি ভারেত্তলোন শুরু করেছিল। তার বয়সী বাচ্চারা যখন খেলে দিন কাটায়, তখন সে রীতিমতো নিজেকে শক্তিশালী করার কসরত শুরু করে দিয়েছে। বছর দুয়েক ট্রেনিংয়ের পরই রোরি এমন অবাক করে দেখাল।

[৪] কানাডার ওটাবার মেয়ে রোরি। মাত্র দুবছর ট্রেনিং করেই রোরি অলিম্পিকের উইমেন্স বার-এর স্নেচ-এ ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক-এ ৪২ কেজি, সোয়াটিং-এ ৬১ কেজি ও ডেডলিফ্ট-এ ৮০ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বলাবাহুল্য, রোরি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী বাচ্চা মেয়ে। অনন্য রেকর্ড সে নিজের নামে করে নিয়েছে।

[৫] রোরি জানিয়েছে, নিজেকে ফিট দেখতে তার ভাল লাগে। সেই সঙ্গে সারা শরীরে ট্যাটু করানোর ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছে সে। তার ভারোত্তলোনের ভিডিওর নিচে একজন ইউজার লিখেছিলেন, তোমার বাঁ হাতের ট্যাটু-টা দারুন। তখন রোরি বলেছে, ওটা অস্থায়ী। তবে আমি সারা শরীরে ট্যাটু করাব একদিন। ট্যাটু দেখাতে আমার খুব ভাল লাগে। - জি নিউজ / ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়