শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক জনশুমারি: বিশ্লেষকদের মতামত

শরীফ শাওন: [২] সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার থাকলেও এই ক্ষুদ্র জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হচ্ছে। সমাজের দলিত ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা কোনো শুমারি হয়নি। তাদের সংখ্যা নিশ্চিত করা না গেলে অধিকার রক্ষা সম্ভব নয়। বঙ্গবন্ধু যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা নিশ্চিত করতে হলে ক্ষুদ্র জনগোষ্ঠীর আলাদা আদম শুমারি প্রয়োজন। বুধবার আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

[৩] সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, আদিবাসী শব্দ নিয়ে দেশে কিছু দ্বন্দ্ব রয়েছে। বিশ্বজুড়ে দেখা যায় এসকল গোষ্ঠী নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ভূমিতে বাস করে, যেখাতে তাদে স্বকীয়তা হুমকির মুখে।

[৪] সিপিডির প্রধান নির্বাহী ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংখ্যা ও সংজ্ঞার বিষয়টি আত্মপরিচয়ের সংকট। এটাকে রাজনৈতিকভাবে নিরসন করতে হবে।

[৫] অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে এ সংকট কেটে যাবে, এটা দাবি নয়, তাদের অধিকার।

[৬] পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ প্রকল্প নিয়েছে। ইতোমধ্যে বৃহত্তর সিলেটের মণিপুরী ও হাজং জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য অঞ্চলের ক্ষুদ্র জনগোষ্ঠীরা পর্যায়ক্রমে বরাদ্দ পাবেন। আরও অর্থ বরাদ্দ বাড়ানো যাবে।

[৭] জনশুমারির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, বাংলা ভাষাও আক্রমণের মুখে প্রতিনিয়ত। গ্লোবালাইজেশনের কারণে অনেক ভাষাই আক্রমণের মুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়