স্পোর্টস ডেস্ক : [২] কিংবদন্তি ম্যারাডোনার প্রয়াণের পর নাপোলি ক্লাবের স্টেডিয়ামের নাম পাল্টে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম রাখা হয়েছে। এবার ম্যারাডোনার স্মরণে তৈরি হবে মিউজিয়াম। তাও আবার ভারতে। ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ববি চেম্মানুর জানিয়েছেন, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা স্মরণে ভারতে মিউজিয়াম তৈরি করা হবে।
[৩] ফুটবল ঈশ্বরের স্মরণে এই মিউজিয়াম হতে চলেছে। মিউজিয়ামে ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ মুহূর্তটি বিশেষ ভাস্কর্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। ছিয়াশির বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে করা ম্যারাডোনার সেই হাত দিয়ে করা গোল ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত।
[৪] সেই সঙ্গে এই মিউজিয়ামে কিংবদন্তি ম্যারাডোনার সোনার মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন ববি চেম্মানুর। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মিউজিয়াম হতে পারে কেরল কিংবা ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়।
[৫] ফুটবলের রাজপুত্র, অনেকে বলেন ফুটবলের ঈশ্বর। ২৫ নভেম্বর, হঠাৎ হার্ট অ্যাটাক! আর তারপরই ঠিকানাহীন দেশে হারিয়ে গিয়েছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাত্র ৬০ বছর বয়সেই ফুটবল বিশ্বে নক্ষত্র পতন। জি নিউজ/ ইন্য়িান এক্সপ্রেস