শিরোনাম
◈ ইসলামাবা‌দের স‌ঙ্গে ঢাকার সম্পর্ক মধুর হওয়ায় বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে ভারত  ◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসা কলিম মুকুল: কার্টুনিস্ট, কবিয়াল, বয়াতী- সকলে সসম্মানে ফিরে আসুক

মুসা কলিম মুকুল: শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ ভারতীয়, শ্রেষ্ঠ এশীয়- এসব ভুলভাল কথা। এভাবে তুলনামূলক শ্রেষ্ঠত্বের ঘোষণা অন্যকে ভুলভাবে অশ্রেষ্ঠ করতে উদ্যত হয়। কবি বলছেন, ‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা’। তাহলে গোপাল মন্ডল কিংবা সবিরুদ্দী গাজীর চেয়ে বড় মানুষ খুঁজতে যাওয়া বোকামি। কবি বলছেন, ‘সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে।’ তাহলে সহজ মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ খুঁজতে যাওয়া বোকামি। বোকামি নয় বলছেন? বুদ্ধিমানী তবে? বেশি বুদ্ধিতে সাময়িক লাভ হলেও দীর্ঘ পথের যাত্রায় বেশিবুদ্ধি ভাল ফল বয়ে আনে না।

লালন ফকির খুব কি অশ্রেষ্ঠ মানুষ? চাষা বলেই কি অশ্রেষ্ঠ? তাঁর মূর্তি অপসারণের মধ্য দিয়ে বাঙলার মানুষের সাংস্কৃতিক পরাজয় ঘটে গেছে এক যুগ আগে। সংস্কৃতির আলোহীন জাতির রাজনৈতিক ভবিষ্যৎ বড়ই অন্ধকার। অন্ধকারে শ্রেষ্ঠের মূর্তি কিংবা ভাবমূর্তি কোনটাই রক্ষা করা যায় না। সংস্কৃতির আলো জ্বলুক যথাশীঘ্রই। পাঠ্যবই শিল্পমান ও বিজ্ঞানমনষ্কতায় সমৃদ্ধ হোক। কার্টুনিস্ট, কবিয়াল, বয়াতী- সকলে সসম্মানে ফিরে আসুক বাংলার বটের মূলে নদীর কূলে কূলে। লালন ফকিরের ভাস্কর্য ফিরে আসুক চৌরাস্তার মোড়ে। সময় যায়। সময় গেলে সাধন হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়