শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ইটবাহী ট্রাক উল্টে হেলপার নিহত

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইট বোঝায় ট্রাক উল্টে এর হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন।

[৩] সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর-কলমাকান্দা দুই উপজেলার সংযোগ সড়কে চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে থেকে মাটি সরিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

[৫] নিহত মোস্তফা কাজী (৩৭) গাজীপুর জেলার সদর মেট্টো থানা এলাকার মৃত আফসার কাজীর ছেলে।

[৬] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাতে ট্রাকের হেলপার মোস্তফা কাজী ও চালক তারই চাচাতো ভাই ইটবোঝায় করে দুর্গাপুর থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন। দিনগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের পূর্বপাশে ভাঙ্গা ব্রীজের কালভার্টের ডাইভারশনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

[৭] এতে ট্রাকের হেলপার মোস্তফা কাজী উল্টানো ট্রাকের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ট্রাকের নিচে মাটি সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

[৮] দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস আহমেদ জানান, রাতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নিহতের মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।

[৯] নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়