শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ৩

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা, সাড়ে ৯লাখ মিয়ানমার মুদ্রা কিয়াত ও কাঠের নৌকাসহ ৩জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

[৩] সোমবার ৭ ডিসেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশন হলরোমে এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ ষ্টেশন কমান্ডার আমিরুল হক জানান, গত ৬ডিসেম্বর (রবিবার) মধ্যরাতে টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের ৫ ন্যাটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশকারী একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে আটক করে।

[৪] তখন নৌকাটি তল্লাশী চালিয়ে জারিকেনের ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪লাখ ৫০হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের ৯লাখ ৫১হাজার কিয়াত পাওয়া যায়। এই ঘটনায় নৌকায় থাকা আকিয়াবের মোঃ ইদ্রিস (৪৭), থোয়াংকা (৫০) ও মং ছু ওয়ে (৪৮) সহ মোট ৩জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

[৫] এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, মিয়ানমার মুদ্রা ও কাঠের নৌকাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়