শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: আসুন আমরা তাদের ঈমানের পরীক্ষা নিই

আশরাফুল আলম খোকন: কামারের দোকানে কখনো কোরআন পড়তে হয় না। ওখানে শুধু লোহা-লক্কর, দা, ছুরিই বানানো হয়। আপনাদের কেন মনে হয়, তারা ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝে না? হালাল নাকি হারাম বুঝে না? পৃথিবীর কোন কোন দেশে ভাস্কর্য আছে, ইসলামী কোন কোন নেতার ভাস্কর্য আছে, তা তারা জানে না? বিভিন্ন বিখ্যাত মসজিদের সামনে পেছনে বাইরে ভাস্কর্য আছে তা তারা জানে না? তারা এর সব জানে। জেনে বুঝেই তারা এইসব করছে। সুতরাং ওইসব তাদের বলে লাভ নেই। শুধু সময় নষ্ট করবেন। এই দেশকে অস্থিতিশীল করার কোনো ইস্যু অনেকদিন তারা পাচ্ছে না। তাই নতুন ইস্যু নিয়ে আসছে। যেমন, শাপলা চত্বরে নাস্তিক ইস্যু নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো। দিনে বড় বড় কথা বলে বাচ্চা হুজুরদের একা রাস্তায় ফেলে রাতের আঁধারে তারা পালিয়ে গিয়েছিলো। হেফাজতের নেতারা বলেন, তারা কোনো ইসলামী দেশকে অনুসরণ করেন না। ওইসব দেশের কোনো নিয়ম কানুন তারা মানে না।

ভারতের, আবারও বলছি ভারতের দেওবন্দের আলেমদের দেয়া ফতোয়া তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। তাদের কওমী মাদ্রাসাগুলোতেও ভারতের দেওবন্দের সিলেবাস অনুসরণ করে। আসেন সেই দেওবন্দের আলেমদের সাম্প্রতিক কিছু ফতোয়া দেখি [১] হে মুমিন বান্দাগণ ছবি, ভিডিও, সোশ্যাল মিডিয়া হারাম। বিশেষ প্রয়োজন হলে পাসপোর্ট বা আইডি কার্ড জাতীয় কাজে শুধু ছবি ব্যবহার করা যাবে। [২] হে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ফেসবুক, ইউটিউবে ছবি শেয়ার করিও না। [৩]সিসিটিভি ব্যবহার করলে সে আর মুসলমান থাকবে না। (মক্কা মদিনাতে সিসি ক্যামেরা আছে) [৪] হে খেলাফত মজলিস ছবি, ভিডিও ইহুদি নাছারা ও পৌত্তলিকতার সংস্কৃতি, ঈমান থাকবে না।[৫] ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কাফের হয়ে যাবে। এর সবগুলোর তথ্য প্রমাণ আছে। যারা ভাস্কর্য নিয়ে হুঙ্কার দিচ্ছে তাদের জিজ্ঞেস করেন, তারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করে। তাদের সামনে পাইলে জিজ্ঞেস করেন। এদেশে শিশু বলাৎকার কবে বন্ধ হবে। জঙ্গিবাদ কবে বন্ধ হবে। ধর্ম নিয়ে ব্যবসা কবে বন্ধ হবে। ধর্ম নিয়ে রাজনীতি কবে বন্ধ হবে। রাজনীতিকে আরবিতে বলে ( সিয়াসত)। কোরআনের কোথাও এই শব্দটি আছে কিনা তাদের জিজ্ঞেস করেন। এতো ব্যাখ্যা না দিয়ে আসেন আমরা তাদের ঈমানের পরীক্ষা নেই। আমরা যারা ইসলামের মূলস্তম্ভ ঈমান,নামাজ, রোজা,হজ্ব,যাকাত অনুসরণ করে চলি। যারা সত্যিকারের খাঁটি ধর্মটাই পালন করি কোনো অপব্যাখ্যাকারীদের ফাঁদে পা দেয় না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়