সালেহ্ বিপ্লব: [২] জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত নড়াইল প্রতিষ্ঠার লক্ষ্যে দু’দিনের এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
[৩] অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম ও পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
[৪] ক গ্রুপে মুখোমুখি হয় মুজিবনগর (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মারুফ হাসান ও মনির) এবং সুলতান (সুজন ও তমাল) জুটি। প্রতিযোগিতায় মুজিবনগর বিজয়ী হয়।
[৫] খ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে মধুমতি (উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ও আরাফাত) এবং চিত্রা (উজ্জ্বল ও ওবায়দুর) জুটি। প্রতিযোগিতার চিত্রা বিজয়ী হয়।