শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক-আপের পর উন্মাদের মতো আচরণ শুরু করেন মিলন !

জেরিন আহমেদ : নাট্য পরিচালক এমদাদুল হক খান নতুন নাটক ‘আফটার ব্রেক-আপ’-এ বেশ কয়েকজন টিভি তারকাকে সমবেত করেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, সামিনা বাশার, চিত্রনায়ক আশিক চৌধুরী, সানজিদা ইসলাম ও মাসুম বাশার। আজম খান রচিত এই নাটকটিতে নাকি এতো খ্যাতিমান শিল্পী সমবেত হয়েছে বলে বলা হচ্ছে। নাটকটির শুটিং হচ্ছে ঢাকার আশপাশেই।

নাটকের আখ্যান ভাগে দেখা যাবে, বড় লোকের ছেলে মিলন ভালোবাসেন রিনি নামের একটি মেয়েকে। পারিবারিক কারণে মিলনের সঙ্গে তার ব্রেক-আপ হয়। রিনিকে মিলন এতোটাই ভালোবাসতেন যে, বিচ্ছেদ মেনে নিতে না পেরে তিনি উন্মাদের মতো আচারণ করেন।

একটা পর্যায়ে মিলনের সুস্থতার জন্য ডাক্তারে পরামর্শ অনুযায়ী বাসা পরিবর্তন করে তার বাবা গ্রামের বাড়ি চলে যান। সঙ্গে তার স্ত্রী এবং একজন ডাক্তারও যান। মিলন গ্রামে যাওয়ার পর চিকিৎসায় সুস্থ হন। হঠাৎ একদিন মিলনের বাবার কাছে রিনির ফোন আসে। মিলনের জীবনে কি রিনি ফিরবে, নাকি আবারও হারিয়ে যাবে? এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে মিলন গণমাধ্যমকে বলেন, ‘ব্রেক-আপ হলে মানুষ মানসিকভাবে আঘাত পায়। সেই আঘাত কিছু কিছু সময় বড় আকার ধারণ করে। কেউ যখন কাউকে ভালোবাসে, সে তখন মনের মধ্যে সেই মানুষটাকে লালন করে। সে দূরে চলে গেলে প্রচন্ড রকমের আঘাত লাগে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। কেউ কখনো কখনো উন্মাদ হয়ে যায়। এ রকম সমস্যা নিয়েই ‘আফটার ব্রেক-আপ’ নাটকের গল্প। কাজটি ভালো লেগেছে। এই গল্পের উপস্থাপন একটু ভিন্ন। আশা করছি দর্শকের পছন্দ হবে।’

সামিনা বাশার বলেন, ‘প্রথমবার মিলন ভাইয়ের বিপরীতে কাজ করলাম। সহশিল্পী হিসেবে তিনি অনেক হেল্প করেছেন। প্রতিটি দৃশ্যে সংলাপ বলতে সহযোগিতা করেছেন। নাটকের গল্পটিও ভালো। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। এমন ভালো একটি গল্পে কাজের সুযোগ দেয়ার জন্য পরিচালক এমদাদুল হক খান ভাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস, দর্শকের নাটকটি ভালো লাগবে।’

নির্মাতা এমদাদুল হক খান জানান, মিরাকী প্রযোজিত বিশেষ এ নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়