শিরোনাম
◈ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭ ◈ জাতীয় পার্টির আনিসুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরিফুল-মোসাদ্দেকদের বোলিং তান্ডবে একশোও করতে পারলো না ঢাকা

রাহুল রাজ: [২] নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে একশো রানও করতে পারলোনা বেক্সিমকো ঢাকা। শরিফুল-মোসাদ্দেকদের বোলিংতোপে মাত্র ৮৮ রানেই অলআউট হয়েছে মুশফিকের দল।

[৩] এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের ২য় ওভারে তানজিদ হাসান তামিমকে চমৎকার একটি ডেলিভারিতে বিদায় করেন শরিফুল ইসলাম। নিজের ২য় ওভারে সাব্বির রহমানকে ফেরান শরিফুল। ১০ বল খেলে কোন রান না করে ভুতুড়ে ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

[৪] এরপর নিজের খেলা প্রথম বলেই নাহিদুল ইসলামকে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন মুশফিকুর রহিম। ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ঢাকা। এরপর আকবর ও নাঈম জুটি গড়ার চেষ্টা করলেও আকবর আলিকে নিজের প্রথম শিকার বানান মোসাদ্দেক হোসেন সৈকত, আকবরকে বোল্ড করেন তিনি। ১৩ বলে ১৫ রান করেন আকবর।

[৫] একই ওভারে নাইম শেখকেও ফিরিয়ে দেন মোসাদ্দেক। ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা। সেই বিপর্যয় আর সামাল দিতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকা।

[৬] চট্টগ্রামের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন মোসাদ্দেক, শরিফুল, মুস্তাফিজ ও তাইজুল। মুস্তাফিজ ও শরিফুল একটি করে মেডেন ওভারও উপহার দেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
বেক্সিমকো ঢাকা ৮৮/১০ (১৬.২ ওভার)
নাঈম ৪০, আকবর ১৫
মোসাদ্দেক ২/৯, শরিফুল ২/১০, মুস্তাফিজ ২/১৩,

  • সর্বশেষ
  • জনপ্রিয়