শিরোনাম
◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরিফুল-মোসাদ্দেকদের বোলিং তান্ডবে একশোও করতে পারলো না ঢাকা

রাহুল রাজ: [২] নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে একশো রানও করতে পারলোনা বেক্সিমকো ঢাকা। শরিফুল-মোসাদ্দেকদের বোলিংতোপে মাত্র ৮৮ রানেই অলআউট হয়েছে মুশফিকের দল।

[৩] এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের ২য় ওভারে তানজিদ হাসান তামিমকে চমৎকার একটি ডেলিভারিতে বিদায় করেন শরিফুল ইসলাম। নিজের ২য় ওভারে সাব্বির রহমানকে ফেরান শরিফুল। ১০ বল খেলে কোন রান না করে ভুতুড়ে ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

[৪] এরপর নিজের খেলা প্রথম বলেই নাহিদুল ইসলামকে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন মুশফিকুর রহিম। ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে ঢাকা। এরপর আকবর ও নাঈম জুটি গড়ার চেষ্টা করলেও আকবর আলিকে নিজের প্রথম শিকার বানান মোসাদ্দেক হোসেন সৈকত, আকবরকে বোল্ড করেন তিনি। ১৩ বলে ১৫ রান করেন আকবর।

[৫] একই ওভারে নাইম শেখকেও ফিরিয়ে দেন মোসাদ্দেক। ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা। সেই বিপর্যয় আর সামাল দিতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকা।

[৬] চট্টগ্রামের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন মোসাদ্দেক, শরিফুল, মুস্তাফিজ ও তাইজুল। মুস্তাফিজ ও শরিফুল একটি করে মেডেন ওভারও উপহার দেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
বেক্সিমকো ঢাকা ৮৮/১০ (১৬.২ ওভার)
নাঈম ৪০, আকবর ১৫
মোসাদ্দেক ২/৯, শরিফুল ২/১০, মুস্তাফিজ ২/১৩,

  • সর্বশেষ
  • জনপ্রিয়