শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬/১১ মুম্বাই হামলা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই আতঙ্কের : কপিল কৃষ্ণ

মাছুম বিল্লাহ: [২] ২৬/১১ মুম্বাই হামলা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই আতঙ্কের উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা বা জামাত-উত-দাওয়া-র মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ হাফিজ সৈয়দের সমস্ত প্রমাণ থাকা স্বত্বেও মাত্র ১০ বছরের কারাদণ্ড অবশ্যই আসল ঘটনাকে লুকানোর চেষ্টা মাত্র।

[৩] বৃহস্পতিবার বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে ২৬/১১ মুম্বাই হামলা এবং সন্ত্রাসবাদের প্রতিবাদে জনসচেতনতামূলক র‌্যালী ও পথসভায় তিনি এ কথা বলেন।

[৪] এই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, ভিএইচপি’র) এর যুগ্ম সাধারণ সম্মাদক দেবব্রত নাথ, সৎসক্সগ প্রমুখ সুবীর সাহা, বিভাগীয় সমন্বয়ক লায়ন স্বপন বিশ্বাস, রুপক দেবনাথ প্রমুখ।

[৫] কপিল কৃষ্ণ বলেন, মুম্বাই হামলার ১২ বছর পার হলেও হামলার পরিকল্পনাকারী পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা আজও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরেই।

[৬] তিনি বলেন, এই নভেম্বর মাসেই চট্টগ্রামের বাঁশখালীর একই পরিবারের ১১ জন হিন্দুকে আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার আজও কোনো কূল কিনারা হয়নি।

[৭] তিনি আরও বলেন, ২০০৩ সালের ১৮ নভেম্বরে ঘটে যাওয়া ভয়াবহ ওই ঘটনায় চার দিনের শিশু কার্তিক শীল সহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়