শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬/১১ মুম্বাই হামলা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই আতঙ্কের : কপিল কৃষ্ণ

মাছুম বিল্লাহ: [২] ২৬/১১ মুম্বাই হামলা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই আতঙ্কের উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা বা জামাত-উত-দাওয়া-র মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ হাফিজ সৈয়দের সমস্ত প্রমাণ থাকা স্বত্বেও মাত্র ১০ বছরের কারাদণ্ড অবশ্যই আসল ঘটনাকে লুকানোর চেষ্টা মাত্র।

[৩] বৃহস্পতিবার বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে ২৬/১১ মুম্বাই হামলা এবং সন্ত্রাসবাদের প্রতিবাদে জনসচেতনতামূলক র‌্যালী ও পথসভায় তিনি এ কথা বলেন।

[৪] এই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, ভিএইচপি’র) এর যুগ্ম সাধারণ সম্মাদক দেবব্রত নাথ, সৎসক্সগ প্রমুখ সুবীর সাহা, বিভাগীয় সমন্বয়ক লায়ন স্বপন বিশ্বাস, রুপক দেবনাথ প্রমুখ।

[৫] কপিল কৃষ্ণ বলেন, মুম্বাই হামলার ১২ বছর পার হলেও হামলার পরিকল্পনাকারী পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা আজও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরেই।

[৬] তিনি বলেন, এই নভেম্বর মাসেই চট্টগ্রামের বাঁশখালীর একই পরিবারের ১১ জন হিন্দুকে আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার আজও কোনো কূল কিনারা হয়নি।

[৭] তিনি আরও বলেন, ২০০৩ সালের ১৮ নভেম্বরে ঘটে যাওয়া ভয়াবহ ওই ঘটনায় চার দিনের শিশু কার্তিক শীল সহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়