বিল্লাল হোসেন: [২] গাজীপুরের কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষককে কৃষি প্রনোদনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিট জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বুদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তার প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়।
[৩] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[৪] জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিট জাতের ধানের বীজ বিতরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী