শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট : সুচিন্তা স্টুডেন্ট উইং এর উদ্যোগে 'নো মাস্ক, নো সার্ভিস' ক্যাম্পেইন শুরু হলো। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (ডা.) জুলফিকার আহমেদ আমিন। তিনি বলেন, ‘এই মুহুর্তে মাস্ক ছাড়া আমাদের বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার অপরিহার্য। মাস্ক ছাড়া কেউ সেবা নিতে আসলে তাকে সেবা দেয়া হবে না। মাস্ক ব্যবহারে আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে উদ্ভুদ্ধ হতে হবে’।

এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করেন তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’।

এই ক্যাম্পেইন আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ ডাঃ শেখ মোঃ নুর-ই-আলম ডিউ ও সহকারী পরিচালক (হাসপাতাল) ডাঃ পবিত্র কুমার দেবনাথ।

সকালে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সুচিন্তা স্টুডেন্ট উইং’র কর্মীরা হাসপাতালে বহি: বিভাগে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়